November 19, 2025

৫ সেকেন্ডে বিশ্বের যে কোন প্রান্ত হতে রেমিট্যান্স আনয়ন কার্যক্রম Blaze সার্ভিসের উদ্বোধন

0
Screenshot (52)

সোনালী ব্যাংক, Homepay ও ITCL এর যৌথ উদ্যোগে Blaze সার্ভিসের মাধ্যমে মাত্র ০৫ সেকেন্ডে বিশ্বের যে কোন প্রান্ত হতে ২৪X৭ রেমিট্যান্স আনয়ন কার্যক্রম এর শুভ উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক মাননীয় উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ।

২৪ আগস্ট,২০২১ রেমিটেন্স পাঠানোর প্লাটফর্ম ব্লেজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

তিনি বলেন,‘ক্যাশলেস সোসাইটি আমাদের ভবিষ্যৎ। এটিই আমাদের ডিজিটাল বাংলাদেশের নেক্সট স্বপ্ন। বাংলাদেশে সকল ট্রানজেকশান ক্যাশলেস হয়ে যাবে। সাধারণ মানুষের কাছে টাকা পৌঁছে যাবে, তারা মোবাইলফোনে টাকা পাবে। তারা যখন টাকাটা খরচ করবে একটি দোকানে গিয়ে সেটাও তারা তার মোবাইলফোন থেকে পেমেন্ট করবে। তাদের হাতে আর ক্যাশ রাখার প্রয়োজন হবে না।’তাদের কষ্ট করে আয় করা টাকাটা তাদের থেকে কেউ চুরি করে নেবে না।

‘ব্লেজ’ Blaze সেবাটি সেই ‘ক্যাশলেস সোসাইটি’র পথে এগিয়ে যাওয়ার একটি অংশ, বলেও উল্লেখ করেন সজীব ওয়াজেদ জয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আমাদের উদ্দেশ্য ছিল ডিজিটাল পেপারলেস অফিস ওয়ার্ক করা পাশাপাশি আমরা একটি ক্যাশলেস সোসাইটির দিকে এগিয়ে যাওয়া। সেখানে কিন্ত আমরা অভাবনীয় অগ্রগতি করেছি। আমাদের করোনাকালীন সময়ে মোবাইল ফাইন্যান্সিয়াল ওয়ালেটে ১০ কোটি মানুষ যুক্ত হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সাথে যুক্ত হয়ে আইসিটি বিভাগ ইন্টারঅপারেবল ডিজিটাল প্লাটফর্ম তৈরি করে ফেলেছে উল্লেখ করে পলক বলেন, এই প্লাটফর্মে ১৫ টি ব্যাংক এবং ১ টি এমএফএস যুৃক্ত হয়েছে। ২০২১ সালের মধ্যেই মুজিব বর্ষেই ইন্টারঅপারেবল ডিজিটাল প্লাটফর্ম আমরা উপহার দিতে পারবো দেশের মানুষকে যার ফলে আর্থিক লেনদেন আরো বেশি দ্রুততার সাথে স্বচ্ছতার সাথে নিশ্চিত করতে পারবো।

অনুষ্ঠানে জানানো হয়, শুধুমাত্র ব্যাংক চালু থাকা অবস্থায় টাকা তোলা যেতো। এক্ষেত্রে ৩ কর্ম দিবসের প্রয়োজন হতো। ব্লেজের মাধ্যমে যেকোনো সময় ৫ সেকেন্ডে মাধ্যমে অর্থ তোলা যাবে ৩৫টি ব্যাংকের মাধ্যমে।

হোমপের Homepay সহপ্রতিষ্ঠাতা এবং সিইও রুবেল আহসান জানান, চলতি মাসের জুন মাস থেকে পরীক্ষামূলক কার্যক্রম চালু হয় ব্লেজ। পরীক্ষামূলক কার্যক্রমের অংশ হিসেবে ২৩টি ব্যাংকে সফল্ভাবে অর্থ লেনদেন করা হয়। যেসব দেশ থেকে অর্থ লেনদেন করা হয় সেগুলো হলো- যুক্তরাজ্য, ইইউ ইউরোপের দেশগুলো, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া। প্রতি লেনদেনে পাঁচলাখ টাকা পাঠানো যাবে। যোগ হবে দুই শতাংশ ইনসেন্টিভ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল, হোমপের সহপ্রতিষ্ঠাতা এবং সিইও রুবেল আহসান, সোনালি ব্যাংকের চেয়ারম্যান অব দ্য বোর্ড জিয়াউল সিদ্দিকি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =