November 18, 2025

Unknown number থেকে আসা ফোনকল – কে করেছে? জানুন খুব সহজেই

1
dreamstime_m_169122341

ফোনে আমাদের প্রায়শই অনেক অপরিচিত মোবাইল নাম্বার থেকে কল আসে। আর এ কলের জন্যই একটা পর্যায়ে মাথাব্যথার সৃষ্টি। রোজ রোজ নানা অপরিচিত মোবাইল নাম্বার থেকে কল আসলে কে না এত ব্যতিব্যস্ত হবে বলুন!! আর এটা যে শুধু দু একজন এর বিষয় বা এক দুজনের সাথে ঘটেছে তা কিন্তু নয়।

আমাদের প্রত্যেকেই কখনো না কখনো এই অপরিচিত মোবাইল নাম্বার থেকে কল আসা নিয়ে হয়রান হয়েছি। বিষয়টা সবার ক্ষেত্রেই ঘটেছে যে যাই বলুক না কেন।

তবে এখন কিন্তু আগের মতো আর এত চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। বর্তমান অত্যাধুনিক প্রযুক্তির কল্যাণে আমরা কিন্তু সেই কলকারীকে মূহুর্তেই বের করে ফেলতে পারি। যার ফলে আপনার আর আমার সেই হয়রানির মুখে আর পড়তে হবে না। হ্যাঁ, আজকে এই হইয়রানি থেকে কিভাবে বাঁচবেন তা নিয়েই আলোচনা করব।

তো আমরা আজকে আলোচনা করব কিভাবে আপনি মোবাইল নাম্বার দিয়ে কারোর পরিচয় বের করবেন। আশা করি বিষয়টি আপনার কাজে লাগবে। আর ভালোভাবে কাজটি জানতে পুরো পোস্টের সাথেই থাকুন-

ট্র্যাকিং এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় অ্যাপ হলো True Caller। আপনি কখনো না কখনো উক্ত অ্যাপটির নাম শুনে থাকবেন। আর গুগল প্লে স্টোরেই উক্ত অ্যাপটি সহজলভ্য। সবচেয়ে বড় কথা কি জানেন?

মোবাইলে ফোন আসার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন উক্ত অ্যাপটি থেকে। আর এই নোটিফিকেশনে থাকবে কে আপনাকে কল করেছে, কোন নাম্বার থেকে কল এসেছে যদি সেই নাম্বারটি আপনার ফোনে সেভ না করা থাকে। কিন্তু এখানে একটি বিষয় আপনার মনে রাখতে হবে আর তা হলো-

এই অ্যাপটি কিন্তু আপনার মোবাইল এর বা ওয়াইফাই এর নেটওয়ার্ক ব্যবহার করে কাজ করে। আর তাই আপনাকে সবসময় নেট কানেকশন বা ডাটা কানেকশন অন রাখতে হবে যদি আপনি রীতিমিতো হয়রান হয়ে যান কোন আন নোন কল আসলে।

TrueCaller এর সুবিধাসমূহঃ

TrueCaller এপসের মাধ্যমে ব্যবহারকারীরা বিভিন্নধরনের সেবা নিতে পারবেন। প্রথমে গুগল প্লে স্টোর/অ্যাপল স্টোর থেকে TrueCaller এপসটি ডাউনলোড করে রেজিষ্ট্রেশন করতে হবে এবং নিজের একটি প্রোফাইল তৈরি করে নিতে হবে।

  1. অচেনা নাম্বার থেকে কল্ আসলে কলার আইডির মাধ্যমে ফোনদাতার নাম জানা যাবে।
  2. অপ্রয়োজনীয় বা বিরক্তিকর নাম্বার থেকে কল্ আসলে সেগুলোকে ব্লক বা স্প্যাম হিসেবে চিহ্নিত করা
  3. এপসটির মাধ্যমে ভিডিও কল্ করা যাবে, কিন্তু এর জন্য ফোনে গুগল ডুয়ো নামক এপসটিও ইন্সটল করা থাকতে হবে।
  4. ফোন কল্, মেসেজের জন্য এলার্ট চালু করতে পারা
  5. TrueCaller অ্যাপটির ইন্টারফেস খুবই সহজ। এই অ্যাপটি খুললেই জরুরি পরিষেবা যেমন ব্লাড ব্যাঙ্ক, হাসপাতাল, ব্যাঙ্ক বা রেলের যাবতীয় ফোন নম্বরও পাওয়া যায়।

TrueCaller কীভাবে কাজ করে?

খুবই সময়োপযোগী প্রশ্ন। TrueCaller কোনো ম্যাজিক না। এটি আসলে কমিউনিটি নির্ভর একটি সার্ভিস। তবে অনেকেই কিছু না জেনে TrueCallerকে তথ্য দিয়ে থাকেন। যদিও তা না হলে TrueCaller আজকের এই পর্যায়ে যেতে পারত না।

মোবাইলে TrueCaller ইনস্টল করে এতে একাউন্ট খুলে সাইন ইন করার পর ট্রু কলার প্রথমেই আপনার ফোনবুকে থাকা সকল কনটাক্ট (নাম ও ফোন নম্বর সহ) তাদের সার্ভারে আপলোড করে দেয়। ফলে, আপনার বন্ধুবান্ধব, পরিবার ও আশেপাশের যেসকল লোকজনের ফোন নাম্বার আপনার ফোনে সেইভ করা ছিল, তা TrueCaller জেনে যায়। সেই নাম্বার ও নামগুলো সার্ভারে রেখে দেয় TrueCaller।

এভাবেই বিভিন্ন ফোন নম্বরের ব্যবহারকারীর নাম জেনে নেয় ট্রু কলার, যা পরবর্তীতে অন্যান্য ব্যবহারকারীর ফোনে সেইভ না থাকা নম্বরের ক্ষেত্রে কলার আইডি দেখাতে কাজে লাগে।

মনে করুন, আপনার বন্ধু ‘ক’ এর নম্বর আপনার ফোনে ‘ক’ নামে সেইভ করা আছে। আমার ফোনে ‘ক’ এর নম্বর সেইভ করা নেই। আপনি TrueCaller ইনস্টল করলে আপনার ফোন থেকে ‘ক’ এর নম্বর ও নাম TrueCaller সার্ভারে স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে। এরপর আমি যদি TrueCaller অ্যাপ আমার ফোনেও ইনস্টল করি, আর আপনার বন্ধু ‘ক’ যদি আমাকে কল করেন, তাহলে TrueCaller আমাকে জানিয়ে দেবে যে এই নম্বরটি ‘ক’ এর। যদিও আমার ফোনে ‘ক’ এর নাম্বার সংরক্ষণ করা নেই। তবুও TrueCaller আপনার কাছ থেকে ‘ক’ এর নাম্বার নিয়ে আমাকে জানিয়ে দিল যে এই নম্বরটি ‘ক’ এর।

সুতরাং, TrueCaller ইনস্টল করলে আপনার ফোনে থাকা সকল কনটাক্ট TrueCaller এর সার্ভারে চলে যাবে। আপনি যদি মনে করেন এতে আপনার প্রাইভেসির ক্ষতি হবে, তাহলে TrueCaller ব্যবহার করার আগে দ্বিতীয়বার ভাবুন।

আপনি কারো নম্বর সার্চ করলে সেই ব্যক্তি তা টের পাবে

এটা TrueCaller এর একটি ফিচার। আপনি যদি কোনো TrueCaller একাউন্টধারীর ফোন নম্বর সার্চ করে তার তথ্য দেখেন, তবে ট্রু কলার সেটা মনে রাখবে। ট্রু কলার অ্যাপের মধ্যে একটি অপশন আছে যা ওপেন করলে দেখা যায় যে কে কে উক্ত একাউন্টের তথ্য চেক করেছে। আর যেহেতু TrueCaller একাউন্ট না থাকলে আপনি এর ডিরেক্টরি এক্সেস করতে পারবেন না, সুতরাং আপনি যাদেরকে সার্চ করবেন, তারাও TrueCaller একাউন্টধারী হলে আপনার তথ্য পেয়ে যাবে।

1 thought on “Unknown number থেকে আসা ফোনকল – কে করেছে? জানুন খুব সহজেই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 5 =